RUDRANI HIGH SCHOOL

স্কুল ইতিহাস

রুদ্রাণী হাই স্কুলে ১৫ জানুয়ারি ২০২০ খ্রি. শত বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে এবং সেই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করছে জেনে আমি অভ্যস্ত আনন্দিত । তবে এ শত বাষিকী উদযাপনটা হওয়া উচিত ছিল-২০১৬ ইং সালে ৷ কেননা, এই শিক্ষা প্রতিষ্ঠানটি-১৯১৫ খ্রিস্টাব্দে এম.ই স্কুল অর্থ্যাৎ মিডিল ইংলিশ স্কুল হিসেবে তদানিস্তন ব্রিটিশ সরকারের আমলে রেজিস্টার্ড ভূক্ত হয়েছিল৷ এই স্কুলটির প্রতিষ্টা সম্পর্কে বলতে গেলে সর্ব প্রথম কয়েকজন গুণি লোককে স্মরণ করতে হয়। যাদের আলাপ আলোচনায় স্কুলটি প্রতিষ্ঠার ইতিহাস জানতে পেরেছি। তাঁরা হলেন ভেড়মের শ্রদ্ধেয় মরহুম খেজমত উদ্দীন চৌধুরী, আমার পিতা মরহুম নছর উদ্দীন চৌধুরী এবং প্রতিষ্ঠাতা হেড মাস্টার স্বগীয় বাবু রমেশ চন্দ্রপাল ৷ তিনি (স্বশ্রদ্ধে) বুড়া হেড মাস্টার বলে পরিচিত ছিলেন৷ এই হেড স্যার স্বর্গীয় বাবু রমেশ চন্দ্রপাল রাজারামপুর সরফ উদ্দীন হাই স্কুলের সহকারি শিক্ষক ছিলেন ৷ মরহুম খেজমত উদ্দীন চৌধুরী রাজরামপরের সরফ উদ্দীন চৌধরীর ছেলে নরল হুদা (প্রাদেশিক পরিষদ সদস্য এমপিএ ১৯৬২-'৬৪, এমএনএ ১৯৬৪ ডিসেম্বর -১৯৬৯ খ্রি) চৌধুরীর সঙ্গে একটি স্কুল করার প্রসঙ্গে আলাপ করলে শিক্ষক বাবু রমেশ চন্দ্র পালকে খেজমত চৌধুরী সঙ্গে পাঠিয়ে দেন। সেই সময়ে বর্তমান স্কুলের কোয়াটার কি.মি. পশ্চিমে ইছামতি নদীর পূর্ব দিকে সি.এন.বি রোড সংলগ্ন সাঁওতাল পাড়ার পাশে একটি বোর্ড স্কুল ছিল৷ সেই বোর্ড স্কুলটি তখন সেখান থেকে স্থানান্তরিত করে খেজমত চৌধুরীর বৈঠকখানা বা কাচারি ঘরে স্কুলটি শুরু হয় পরবর্তীতে শিক্ষক বাবু রমেশ চন্দ্র পালের পরামর্শে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় কীচা ইট দ্বারা এই শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি হয়৷ যাই হোক ওই প্রসঙ্গ বাদ দিয়ে এখন স্কুলটির সার্বিক দিক কিছুটা উল্লেখ করছি।  আমি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করতে চাই যে, আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র (শিক্ষা বর্ষ ১৯৪৫-১৯৫১ খ্রি.) ও এই শিক্ষা প্রতিষ্ঠানের সাময়িক শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন অর্থ্যাৎ ১৯৭২ থেকে ১৯৮৯ ইং সাল পর্যন্ত ছিলাম এবং নিষ্ঠার সাথে কাজ করেছি। কিন্তু সেই সময় স্কুলটির খুবই নাজুক অবস্থায় ছিল কারণ, আমাদের দেশ তখন সবেমাত্র স্বাধীন বাংলাদেশ ৷ স্কুলের ঘরঘাট প্রায় সবই বিলুপ্তির পথে। স্কুলটির এই অবস্থা দেখে স্কুলের আশেপাশে খামবাসিকে ডেকে স্কুলটির পুর্নপরতিষঠা করার প্রয়াসে ১১ জন সদস্য বিশিষ্ট একটি ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছিল কিভাবে কর খাবে বা পা শি জানা  সৎ উদ্দেশ্যে য় এ কিভাবে করা যাবে এই চিন্তায় মগ্ন থাকতাম । কথায় আছে সৎ উদ্দেশ্যে আল্লাহ্‌ সহায় হয়। এই মনোভাব নিয়ে কাজ করতে  শুরু করলাম। আমি যেহেতু একজন সরকারি কর্মচারি ছিলাম সেই সুবাধে ডি.সি ও এ-ডি.সি ১ - ১০৮ |  সকলের সাথে আমার একটি ভালো সম্পর্ক ছিল তাই উল্লিখিত ৩ (তিন) উর্ধ্বতন কর্মকর্তাগণকে শিক্ষা প্রতিষ্ঠানে পর্দাপন করাতে সক্ষম হয়েছিলাম ৷ এবং তাদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট সাহায্য পেয়েছিলাম । আমি সরকারি চাকরি করা লোক তাই সার্বক্ষনিক স্কুলের কাজের দেখাশুনা করতে পারতাম না। আমার ছোট ভাই আ্যাডভোকেট আজিজুর রহমার চৌধুরীকে স্কুলের ঘরঘাট করার এবং দেখা-শুনা করার দায়-দ্বায়িতব দিয়েছিলাম । সে তখন খুব মনযোগের সহিত দিন রাত পরিশ্রম করে স্কুলটির ঘরটির পুর্নপ্রতিষ্ঠার কাজ করেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। সেজন্য আমি তাকে আস্তরিকভাবে দোয়া করেছিলাম । একটি কথা উল্লেখ করতে ভুলে গেছি-সেটি হলো আমি যে দৃঢ়তার সাথে বক্তব্যে উল্লেখ করেছি যে, স্কুলটি ১৯১৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ স্বরুপ বলতে চাই রদ্রাণী স্কুলের বেশ কিছু গল্পের পুরাতন বই এবং পুরাতন রেজুলেশন খাতা সংরক্ষণ করেছিলাম, সেই বই গুলিতে এবং রেজুলেশন খাতায় ডিম্বাকৃত আকারে এম.ই স্কুলের সিল দেয়া ছিল, সেই সিলে উল্লেখ করা ছিল (রুদ্রাণী এম. ই স্কুল স্থাপিত-১৯১৫ ইং সাল) শুধু তাই নয় স্কুলে একটি বেশ বড় আকারের ইটের ইন্দারা ছিল। সেই ইন্দারার গায়ে (রুদ্রাণী এম.ই স্কূ স্থাপিত-১৯১৫ ইং সাল) সিল আকারে খোদাই করে লেখা ছিল। এতে বেশ প্রমাণ হয় যে, স্কুলটির-১৯১৫ খ্রিস্টাদে প্রতিষ্ঠিত । এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থায়ীকরণের জন্য এবং উত্তরোত্তর উন্নতির জন্য প্রতিষ্ঠাতা হেডমাস্টার স্বীয় বাবু রমেশ চন্দ্রপাল অক্লান্ত পরিশ্রম করেছিলেন ৷ তিনি অত্র স্কুলটিকে এম.ই হতে জুনিয়র হাই স্কুল এবং পরবর্তীতে হাই স্কুল করার মানষে বহু চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করতে পারেননি ।

যাই হোক, আমি কিছুদিনের জন্য এই স্কুলটিতে সহকারি শিক্ষক পদে ছিলাম তখন ১৯৬৫ সালে বহু চেষ্টা করে জুনিয়ার হাই স্কুল হিসেবে মঞ্জুরি পেয়েছিল ৷ এভাবেই স্কুলটির অগ্রগতি চলতে থাকে৷ তারপর দেশ স্বাধীন হওয়ায় ১৯৭৩ খ্রি. আমি স্কুলটি হাই স্কুলে উন্নীত করার চেষ্টা করি এবং ওই সালেই স্কুলটির মঞ্জুরি পাওয়া গিয়েছিল ৷ তারপর থেকেই স্কুলটি সুচারুরূপে চলতে থাকে পরবর্তীতে আমাদের প্রাক্তন মন্ত্রী মহোদয় মো. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি স্কুলের স্বর-ঘাট গুলির যথেষ্ট উন্নতি সাধন করেছেন। এ জন্য তাঁর প্রতি আমার যথেষ্ট আন্তরিক আশীবাদ রইল ৷ স্বীয় হেডমাস্টার বাবু রমেশ চন্দ্র পাল-১৯১৫ থেকে-১৯৫১ খ্রি. পর্যন্ত দীর্ঘকাল হেডমাস্টারের দ্বায়িত্ব পালন করেছিলেন ৷ আমি বছ্‌ পরিশ্রম করে রামচন্দ্রপুরের মোসলেউদ্দীন ভাই এবং বেতদীঘির মতিয়ার রহমান শাহ্‌ ভাইয়ের চরম সহযোগিতায় সংরক্ষণ করার জন্য দিয়েছি এবং প্রতিষ্ঠাতা হেডমাস্টারের একটি ছবিও বাইন্ডিং করে লাইব্রেরির দেওয়ালে লাগিয়েছি৷ উল্লেখিত মোসলেউদীন ভাই ও মতিয়ার রহমান ভাই উভয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও শিক্ষক ছিলেন ৷ পরবর্তী- তে মতিয়ার রহমান ভাই শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।  আমি শতবর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।